10/18/2019
9:35 PM
ব্যাস্ততা
শুভ জিত দত্ত
সময় গুলো কোথায় যেন
হারিয়ে গেল শেষে
কাজই আজ সব হয়েছে
তাতেই ডুবে থাকা
দিন গুলো তাই যাচ্ছে ভাল
মহা কাজের মাঝে
একটু বিরাম নেব ভাবি
তাতেই বাঁধে জ্বালা
এত শত কাজের মাঝে
সময় দেব কাকে
উঠতে বসতে কাজের চাপে
আমি হয়েছি কাবু
একটা সময় সবার থেকে
আমি ছিলাম কুড়ে
হঠ্যাৎ করে কাজের মাজে
আমি গেলাম ফেসে