ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, October 25, 2019

ব্যাস্ততা



10/18/2019
9:35 PM

ব্যাস্ততা
শুভ জিত দত্ত
সময় গুলো কোথায় যেন
হারিয়ে গেল শেষে
কাজই আজ সব হয়েছে
তাতেই ডুবে থাকা
দিন গুলো তাই যাচ্ছে ভাল
মহা কাজের মাঝে
একটু বিরাম নেব ভাবি
তাতেই বাঁধে জ্বালা
এত শত কাজের মাঝে
সময় দেব কাকে
উঠতে বসতে কাজের চাপে
আমি হয়েছি কাবু
একটা সময় সবার থেকে
আমি ছিলাম কুড়ে
হঠ্যাৎ করে কাজের মাজে
আমি গেলাম ফেসে



Saturday, October 5, 2019

বিদায় বেলায়
.,.,.শুভ জিত দত্ত.,.,
মা আসেন বছর ঘুরে
শুভ আশীষ নিয়ে,
প্রীতাক্ষা তাই শেষ হয়
মায়ের আগমনে।
চির চেনা উৎসবে
বাঙালী মেতে ওঠে,
আজ না হয় ছুটি দিলাম
জমানো সব কাজ।
আলোক ছটায় সেজে ওঠে
নানা থিমের মাঝে।
আষ্টমীর অঞ্জলী আর
নবমীর ভূরি ভোজ,
সব যেন আজ বাঁধনহারা।
রাত জেগে পূজো দেখা
পুরোনো এক নেশা
সময় পেলে পুজো নিয়ে
আড্ডায় মেতে ওঠা।
দশমী যেন মন খারাপ
মায়ের বিদায় বেলা।
আসছে বছর আবার এসো
মাগো তোমার অপেক্ষায়।