ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, September 17, 2019

অভাব



9/11/2019
1:24 PM

অভাব
।।শুভ জিত দত্ত।।
সব আছে তাও নেই
চায় বেশি বেশি,
কিসের অভাব ওদের
পাওয়ার শেষ নেই।
যত চাই তত পাই
তবু যেন কিছু নেই,
চাইলেই সব পাই
তাও আরো চাই।
উঠতে বসতে চাইতে থাকে
বললেই সব পাই,
লোকে কিবা বলে তাতে
যায় না কিছু তাতে।
স্বভাব এটাই ওদের
শুধু চাওয়া পাওয়া,
দিন যায় রাত যায়
চাওয়া যায় বেড়ে।
বললে কিছু মুখের উপর
ওরা যায় চটে,
লোকে ওদের মান্যি করে
ওরাই এখন সেরা।



Friday, September 6, 2019

তোমার মাঝে
\\শুভজিত_দত্ত//

তোমার নিয়ে লিখে আর
যায় কি শেষ করা
তোমার হাসির মাঝে
আমি যায় যে হারিয়ে
নতুন করে তোমার নিয়ে
ভাবতে শুরু করা
রুপে তোমার মন ভোলানো
যায় যে হারিয়ে
কি জানি মায়ার জালে
জড়িয়ে তুমি ফেল
তোমার চোখের এক ইশারায়
পাগল সবার করো
অজানা এক বন্ধনে সবার
মনটা জয় করো
তোমার নিয়ে লিখতে গেলে
শেষ হবে না জানি
তবু ছোট একটি প্রয়াস
তোমার নিয়ে লেখা
আপন করে নিতে পারো
তোমার কথার জালে