9/11/2019
1:24 PM
অভাব
।।শুভ জিত দত্ত।।
সব আছে তাও নেই
চায় বেশি বেশি,
কিসের অভাব ওদের
পাওয়ার শেষ নেই।
যত চাই তত পাই
তবু যেন কিছু নেই,
চাইলেই সব পাই
তাও আরো চাই।
উঠতে বসতে চাইতে থাকে
বললেই সব পাই,
লোকে কিবা বলে তাতে
যায় না কিছু তাতে।
স্বভাব এটাই ওদের
শুধু চাওয়া পাওয়া,
দিন যায় রাত যায়
চাওয়া যায় বেড়ে।
বললে কিছু মুখের উপর
ওরা যায় চটে,
লোকে ওদের মান্যি করে
ওরাই এখন সেরা।