,,অবশেষে এলে,,
.,.,.,.,.,শুভ জিত দত্ত.,.,.,.,
পরন্ত রোঁদে ছাদে এসে
একটু উুঁকি দিয়ে
কোথায় যেন মিলিয়ে গেলে
চোখের আড়ালে
কোনসে আলোর পরশ
নিতে তুমি এসেছিলে
একটু দেখায় মায়া জাল
বিছিয়ে দিয়ে যাও
কখনও বা নৃত্যের তালে
তুমি মেতে থাক
কখনো বা পাখিদের সাথে
তাল মিলিয়ে তুমি কথা বলো
তুমি অন্ত প্রাণ গুলো
তোমায় প্রাণে চেয়ে থাকে
চাতক পাখির মথ
তুমি আসবে ওরা ডানা মেলবে
তোমার আপন ছন্দে
কি জাদু করলে ওদের
বানালে আপন সঙ্গী
.,.,.,.,.,শুভ জিত দত্ত.,.,.,.,
পরন্ত রোঁদে ছাদে এসে
একটু উুঁকি দিয়ে
কোথায় যেন মিলিয়ে গেলে
চোখের আড়ালে
কোনসে আলোর পরশ
নিতে তুমি এসেছিলে
একটু দেখায় মায়া জাল
বিছিয়ে দিয়ে যাও
কখনও বা নৃত্যের তালে
তুমি মেতে থাক
কখনো বা পাখিদের সাথে
তাল মিলিয়ে তুমি কথা বলো
তুমি অন্ত প্রাণ গুলো
তোমায় প্রাণে চেয়ে থাকে
চাতক পাখির মথ
তুমি আসবে ওরা ডানা মেলবে
তোমার আপন ছন্দে
কি জাদু করলে ওদের
বানালে আপন সঙ্গী