Friday, January 18, 2019

,,অবশেষে এলে,,
.,.,.,.,.,শুভ জিত দত্ত.,.,.,.,
পরন্ত রোঁদে ছাদে এসে
একটু উুঁকি দিয়ে
কোথায় যেন মিলিয়ে গেলে
চোখের আড়ালে
কোনসে আলোর পরশ
নিতে তুমি এসেছিলে
একটু দেখায় মায়া জাল
বিছিয়ে দিয়ে যাও
কখনও বা নৃত্যের তালে
তুমি মেতে থাক
কখনো বা পাখিদের সাথে
তাল মিলিয়ে তুমি কথা বলো
তুমি অন্ত প্রাণ গুলো
তোমায় প্রাণে চেয়ে থাকে
চাতক পাখির মথ
তুমি আসবে ওরা ডানা মেলবে
তোমার আপন ছন্দে
কি জাদু করলে ওদের
বানালে আপন সঙ্গী

Monday, January 7, 2019

শীতের আবাহ
শুভ জিত দত্ত
কুয়াশার চাদর মুড়ি দিয়ে
আসে শীতের ক্ষণ
হাড় কাপানো কুয়াশার মাঝে
রোদের উঁকি দেওয়া
সারা টি দিন চলে
কুয়াশা আর রোদের দুষ্টুমি
শীতের আবহে চলে
নানা পিঠা পুলির আয়োজন
হরেক রকম আয়োজনে
ক্ষেজুর রস সেরা সবার
মাঠে মাঠে শিশির জমে
ঘাষ আর লতা পাতায়
কুয়াশা শেষে কৃষকের দল
মাঠের প্রান্তে ছোটে
নানা রকম উৎসব লেগেই
থেকে পুড়োটা শীত জুড়ে
শীতের আবহে বৃদ্ধার দল
রোদের আশায় চেয়ে থাকে
ঠান্ডার তীব্রতা তাই
কখনো বাড়ে কমে
কম্বলই তাই শেষ ভরষা
এই মরণ শীতে