ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, November 20, 2018

আপনি
....শুভ জিত দত্ত....
তুমি এলে প্রথম হয়ে
নতুন খুশি নিয়ে
স্বপ্ন গুলো নতুন হয়ে
ধরা দিল শেষে
সব থেকে সেরা
তোমায় নেই তুলনা
কি জানি কি জাদু
আছে তোমায় মাঝে
আজানা পরশ পেয়ে
মুগ্ধ হলাম শেষে
তোমায় নিয়ে চলব
যদি তুমি চাও
আপনি অথবা তুমি
কি আসে যায় তাতে
যদি ভাব প্রিয় মানুষ
সঙ্গ দিয়ে যেও

Monday, November 19, 2018

ভোটের হওয়া

........শুভজিত দত্ত....

ভোটের মাঠের হালচাল
নিয়ে জমে পেচাল
এদিক ওদিক সরগরম
কে পাবে নমিনেশন
নেতায় নেতায় মুখোমুখি
বাধে বুঝি হাতাহাতি
নাওয়া খাওয়া ভুলে
ভোট নিয়ে মাতে
খবরে কাগজে খুলে নিয়ে
টেবিলে কি আছে খবরে
মিছিলে মিছিলে রাজপথ
দক্ষলে কেউ নেই পিছিয়ে
ক্ষমতার লোভ টা
বড় হল এখানেই
কে পাবে গদিটা
তায় নিয়ে তর্কটা
শেষ হয় ভোটে
কে হাসে শেষে
অবশেষে রঙ্গ
থামে ওই ভোটে

Thursday, November 1, 2018

তমাল বাবু
...শুভ জিত দত্ত...

সাহা পাড়ার তমাল বাবু
ভাবছে বসে অনেক
কি জানি কি চিন্তা নিয়ে
সে যে মেতে আছে
লাগে না কোন কাজে
সে যে বড্ড কুড়ে
উঠতে বসতে কথা শুনতে
তার যে ভাল লাগে
এর ওর সাথে তার
বিবাদ যে তার
নিত্যদিনের সাথী
ব্যাতিক্রমি চিন্তা তার
মাথার ভেতর ঘোরে
গবেষনার মাঝে সে যে
বেজায় মেতে থাকে
কবে যে কি করে ফেলে
ভরসা নেই বাপু
এক কালে ছিল তার
বড্ড নাম ডাক
কুড়েমী তার সব খেয়েছে
রইল কি আর বাকি
পরিবর্তনের সাথী হয়ে
সে যে কুড়ে হল