ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, July 15, 2018

আহবান
..শুভ জিত দত্ত..
স্নিগ্ধ গন্ধে ভরে উঠে
নানা রুপে সেজে ওঠে
শরৎ এর শুভ ক্ষনে
নীল সাদা মেঘের দল
সেজে ওঠে অবিরল
নীলাভ রুপ উজার করে
প্রকৃতি সাজে নব রুপে
ছেয়ে যায় কাশফুলে
দিগন্তের শেষ প্রান্তরে
তারি মাঝে আহবানে
তোমায় সারা দেওয়া
এসো তবে মন খুলে
মাতি শারদ উৎসবে
ভেদাভেদ দুরে ঠেলে
মিলে যায় এক সাথে
বছরের এই দিনটাতে
তোমায় ফিরে পওয়া
অভিমানের পারদ যত
নিমিষেই দূরে ঠেলে
যাব সবাই এক সাথে
বাঁধন হারার দেশে