Friday, December 15, 2017
Friday, December 1, 2017
তারুণ্যের বিজয়
............শুভ জিত দত্ত
সেদিন জেগেছিল ওরা
নেমেছিল রাজপথে
ভেঙেছিল যত পাথর বাঁধা
শক্ত কঠিন হাতে
বিঁধেছে বুলেট ঝড়েছে রক্ত
তবুও থামেনি একটি বার
দেশ মাতৃকার শপথ নিয়ে
ওরা লোড়েছে বারে বারে
ছিনিয়ে এনেছিল ওরা
এক টুকরো মানচিত্র
যেই স্বপ্ন লালিত ছিল
কোটি বাঙালীর প্রাণে
রাজপথ কম্পিত হয়েছিল
সেদিন ওদের বিজয় মিছিলে
ওদের বিজয় উল্লাস
অবাক চোখে দেখেছিল বিশ্ব
শত অন্যায় অবিচারের
বিরুদ্ধে ওরা নেমে আসুক রাজপথে
তারুণের এই মহা
উচ্ছাসে নেমে আসুক শুদ্ধতা
তারুণের জয় গান
ছড়িয়ে যাক দিকে দিকে
ওদের হাত ধরে সূচনা
হোক নতুন স্বাধীনতা
............শুভ জিত দত্ত
সেদিন জেগেছিল ওরা
নেমেছিল রাজপথে
ভেঙেছিল যত পাথর বাঁধা
শক্ত কঠিন হাতে
বিঁধেছে বুলেট ঝড়েছে রক্ত
তবুও থামেনি একটি বার
দেশ মাতৃকার শপথ নিয়ে
ওরা লোড়েছে বারে বারে
ছিনিয়ে এনেছিল ওরা
এক টুকরো মানচিত্র
যেই স্বপ্ন লালিত ছিল
কোটি বাঙালীর প্রাণে
রাজপথ কম্পিত হয়েছিল
সেদিন ওদের বিজয় মিছিলে
ওদের বিজয় উল্লাস
অবাক চোখে দেখেছিল বিশ্ব
শত অন্যায় অবিচারের
বিরুদ্ধে ওরা নেমে আসুক রাজপথে
তারুণের এই মহা
উচ্ছাসে নেমে আসুক শুদ্ধতা
তারুণের জয় গান
ছড়িয়ে যাক দিকে দিকে
ওদের হাত ধরে সূচনা
হোক নতুন স্বাধীনতা
Subscribe to:
Posts (Atom)