ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, November 17, 2017

সর্বনাশা নেট
.......শুভ জিত দত্ত
রমরমিয়ে চলছে
যে নেটের দুনিয়া
হরেক রকম খবরে টাসা
এই মহা জগৎটা
নাওয়া খওয়া ভুলে
সব নেটেই মেতেই থাকে
সমাজিকতা উঠেই গেল
নেটের বাড়াবাড়িতে
কি জানি কি আছে
ওই মহাজগৎ টাতে
মুঠোফোন নামক বস্তু
পেয়ে সবাই মেতে থাকে
তবু বলি স্মাটফোনের
কল্যানে আজ
সব হচ্ছে স্মাট
তবু কোথায় ঘাটতির
মাত্রা যেন তরতরিয়ে বাড়ে
আড্ডা নামক বস্তু টি
আজ নেটের স্পর্শে
যাচ্ছে হারিয়ে
অনেক হল এবার থাম
মেতে হঠো আড্ডাতে