ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, August 30, 2017

তেমন পারি না তবু চেষ্টা করলাম যতটুকু পারি

Friday, August 18, 2017

আমার প্রিয় মানুষ আমার দাদু
যানি না কতটুকু তুলে ধরতে পেরেছি আমার পেন্সিলে

Wednesday, August 16, 2017

সন্ধ্যা
শুভ জিত দত্ত

দেখতে দেখতে নামলো
সন্ধ্যা ,সময়ের ব্যাবধানে
জোনাকী ছোটাছোটি আর
কিচিমিচিরে হয় মুখোরিত
হয় গোটা সময়টা
দুরন্ত পাখিদের দল
যেন নীরব হয়ে আসে
সময়ের ব্যাবধানে
কর্মব্যাস্ত শহর যেন
মূহুর্তে শান্ত হয়ে আসে
এই বুঝি নেমে এল সন্ধ্যা
সূর্য ডুবে মূহুর্তের মাঝে
আধার নেমে আসে
খেটে খওয়া মানুষ গুলো
বাড়ি ফিরে আসে
সন্ধ্যার আমন্ত্রনে
নিভু নিভু বাতি
গুলো হঠ্যাৎ জ্বলে ওঠে
সন্ধ্যার আকাশের তারা গুলো
ফিক ফিক করে জ্বলে ওঠে