দুই ভাই
"শুভ জিত দত্ত"
রুঘু কাকার দুই ছেলে
বেজায় দুষ্টু বটে
স্থির থাকে না কোন
মতে চঞ্চলতায় ভরা
এত মারের পরও তবু
হয় তাদের শিক্ষা
দুষ্টুমিতে কারো থেকে
কম যায় না এরা
পড়াশুনায় মন নেই
সারাদিন খেলা ধুলা
ওদের নিয়ে মহা যন্ত্রনায়
আছে কাকা কাকী
হুড়ো হুড়ি লাফালাফি
করেই চলে খালি
দুই ভাইয়ের মাথার
ভিতর দুষ্টুমিতে ভরা
তবে দিন শেষে এরা
আবার অবার বড্ড
ভাল ছেলে
"শুভ জিত দত্ত"
রুঘু কাকার দুই ছেলে
বেজায় দুষ্টু বটে
স্থির থাকে না কোন
মতে চঞ্চলতায় ভরা
এত মারের পরও তবু
হয় তাদের শিক্ষা
দুষ্টুমিতে কারো থেকে
কম যায় না এরা
পড়াশুনায় মন নেই
সারাদিন খেলা ধুলা
ওদের নিয়ে মহা যন্ত্রনায়
আছে কাকা কাকী
হুড়ো হুড়ি লাফালাফি
করেই চলে খালি
দুই ভাইয়ের মাথার
ভিতর দুষ্টুমিতে ভরা
তবে দিন শেষে এরা
আবার অবার বড্ড
ভাল ছেলে