ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, May 13, 2017

মা
শুভ জিত দত্ত
কোন এক পরশে মা গো
তুমি আগলে রাখ মোরে
তোমায় স্নেহ ডরে
কেন বার বার বাঁধা পরি
কি মধুর ডাক মা
বার বার ডাকতে ইচ্ছে করে
তোমায় কোলে মাথা রেখে
এখনো সপ্ন দেখতে ইচ্ছে করে
তুমি ছিলে তাই বারে বার
 অবদার করতে ইচ্ছে করে শত
তোমায় ছোঁয়া পেলে
মাগো শত কষ্ট গুলো
এক নিমিষে কোথায়
 যেন যায় হারিয়ে
তোমার ছেড়ে কোথাও
একবিন্দু ও লাগে না একটু  ভাল
তাই বার বার আসি মা গো
তোমায় আঁচল তলে
এই ভাবেই থেক তুমি
জনম জনম ভর

Thursday, May 4, 2017

ঐতিয্যের টানে
শুভ জিত দত্ত
কোথায় যেন হারিয়েগেল
চিরচেনা ছন্দ গুলো
বার বার তার টানে
পিছন ফেরে যওয়া
গল্পের মথ লাগে যেন
সেই দিন গুলো
কত শত খেলার মাঝে
কাটতো সে সময় গুলো
পালা পার্বন গ্রাম্য
মেলা চলতো বছর জুড়ে
মেতে যেতাম তারই
মাঝে আনন্দে আত্মহারা
উৎসবে রং যেন তারি
মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকে
গ্রম্য এতিয্য যেন
তারই মাঝে খুঁজে পওয়া
কত শত আচার
বিচার চলে এই গ্রামে
অদ্ভুত সব কান্ডকারখানা
দেখতে লাগে বেশ