গোফ
.......শুভ জিত দত্ত
গোফ নিয়ে ব্যস্ততা
চলে সারাক্ষন
কাজ থুয়ে চলছে যে
গোফের নজরদারি
সেরা গোফের তকমা
টা লাগাতেই হবে
কখন কাটিং কখন ছাটিং
চলেছে রাত দিন
গোফের গায়ে লাগলে
ছোয়া মেজাজ যায় চড়ে
মস্ত গোফের মস্ত কান্ড
দেখতে লাগে বেশ
গোফ নিয়ে যায় চেনা
নামের কি দরকার
গোফ বাবু নামে
তাই তিনি বিখ্যাত