ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, January 6, 2017

গ্রাম বাংলা ঐতিয্য বালাকী নাচ

Wednesday, January 4, 2017

শীতের সকাল
...শুভ জিত দত্ত

ঠাকটা রাসের গন্ধ ভাসে
রাস্তার চারিদিকে
সোনারৌদ উুঁকি মারে
ক্ষেতের কূল জুড়ে
নানা রকম সবজী
তে মাঠ যায় ভরে
বেলা বাড়ে কর্মব্যাস্ত
হয় কৃষাণ কৃষাণীরদল
ভোর রাত হলেই
ঢেঁকি পাড় দেওয়া
বেলা উঠলেই চলে
রস জাল দেওয়া
নতুন গুড়ের পাটালী
চলে ব্যাস্ত হাটে বিক্রি
নানা রকম পিঠে পুলি
চলে সন্ধ্যা হলেই
গ্রামের শীতের সকাল
যেন অন্য রকম পওয়া
কুয়াশার মাঝে উুঁকি মারে
সূর্যের মিষ্টি হাসি