SEO উপযোগী কন্টেন্ট লেখার নিয়ম ! SEO ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এর গুরুত্ব !

SEO উপযোগী কন্টেন্ট লেখার নিয়ম ! SEO ফ্রেন্ডলি কন্টিন রাইটিং এর গুরুত্ব !
আমরা যারা বিভিন্ন পোর্টাল বা ব্লগে নিয়মিত লেখালেখি করি , অনেক তথ্য সমৃদ্ধ হলেও তা গুগলে সার্চে প্রথম সারিতে আনা যায় না। এই জন্য আমাদের অনেক বিষয় এর উপর নজর দিতে হবে। SEO উপযোগী হলে কন্টেন্টে তবেই দর্শক আনা সম্ভব ।

আপনার সৃজনশীলতা আছে আপনি তার যথাযথ প্রয়োগ করেও কিন্তু ভিজিটর পাবেন না যদি আপনার কন্টেন্ট SEO উপযোগী না হয়। এই জন্য আপনাকে বেশ কিছু বিষয় এর উপর নজর দিতে হবে।
আকর্ষণীয় শিরোনাম:
আপনি যদি আপনার কনটেন্টের একটি আকর্ষণীয় শিরোনাম দিতে পারেন যার ফলে আপনার শিরোনাম দেখে দর্শকদের কাছে আকর্ষণের জায়গাটা তৈরি হবে। যেমন ধরুন কিভাবে মাত্র ১০ মিনিটে দশটি ভিডিও তৈরি করতে পারেন এই ধরনের শিরোনাম লিখে আপনি কিন্তু দর্শকদের প্রথমত আপনার আর্টিকেলের পরের অংশেই নিয়ে যেতে পারবেন।
মেটা ডিসক্রিপশন:
সাধারণত শিরোনামের পরে যে অংশটা থাকে সেটা শিরোনামের থেকে একটু বড় হয়ে থাকে সেখানে এই আকর্ষণের জায়গাটা আর একটু বড় করে উপস্থাপনা করা যায়। যেমন ধরুন এই দশ মিনিটের দশটি ভিডিও কি কি উপায়ে আমরা বানাতে পারি তার প্রক্রিয়াগুলো আমরা এখন ধাপে ধাপে জেনে নিতে পারবো। মেটা ডেসক্রিপশন ১৪০ থেকে ১৬০ এর মধ্যে হতে হবে কারণ এটি শিরোনামের নিচে গুগল দেখানো হয়।
সহজ সরল ও গোছালো:
লেখার মাঝে বেশি জড়তা আনা যাবে না খুব সহজ-সরল ও সাবলীল হতে হবে। যতটা পারা যাবে সহজে বোঝানোর চেষ্টা করতে হবে। এবং একটা বিষয় লক্ষ্য রাখতে হবে লেখা যেন অবশ্যই গোছালো হয় অগোছালো লেখা পড়তে মানুষ বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে থাকে সাধারণত।
ট্যাগ এর ব্যবহার:
আপনি লেখার মাঝে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এর ফলে লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট যেমন facebook বা twitter এ সাজেস্ট করবে। এবং এংগেজ বাড়াতেও সাহায্য করবে।
কীওয়ার্ড রিসার্চ:
গুগলের সাধারণত আমরা যে ধরনের লেখাগুলো বেশি খুঁজি এই ধরনের কিছু লেখা আপনার কন্টেন্টের মধ্যে যুক্ত করতে হবে তাহলে গুগলে rank করতে আপনার লেখাটিকে সাহায্য করবে। যেমন ধরুন আমরা রান্নার রেসিপি খুঁজি কিভাবে বিরিয়ানি রান্না করব এই ধরনের যত ভাবে আমরা এই রান্না কে খুঁজি সেই শব্দগুলোকে আমাদের কনটেন্টে যুক্ত করতে হবে যেমন আমি কয়েকটি উদাহরণ তুলে ধরতে পারি কিভাবে আমরা ১০ মিনিটে বিরিয়ানি রান্না করতে পারি, কিংবা কত সহজে রাইস কুকারে বিরিয়ানি রান্না করতে পারি ইত্যাদি।
SEO ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এর গুরুত্ব:
যদি আপনার লেখাটি যথাযথভাবে এসিও করতে পারেন সেই ক্ষেত্রে আপনার লেখা যে শুধু google বা যে কোন সার্চ ইঞ্জিনে প্রথম সারিতে আসবে তাই নয় এটি আপনি আপনার ভিডিও কিংবা ইমেজ আপলোডের ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারবেন। এর ফলে আপনার ভিডিও কে আপনি র্যাঙ্কে আনতে পারবেন। বর্তমানে কন্টেন রাইটিং এর বিভিন্ন ক্ষেত্র তৈরি হচ্ছে ব্লগ রাইটিং থেকে শুরু করে এর ক্ষেত্রেও বর্তমানে আরও ব্যাপকতর হচ্ছে।
কিভাবে একদম দক্ষ কনটেন্ট রাইটার হবেন:
আপনাকে একজন দক্ষ কন্টেন্ট রাইটার হতে হবে আপনাকে বেশ কিছু দক্ষতা অর্জন করতে হবে এর মধ্যে আপনাকে যেমন শব্দ ভান্ডার বা কী ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এছাড়াও আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট গুলো ফলো করতে হবে। অন্যরা কিভাবে লিখছে এবং তাদের কন্টেন্টের নতুনত্ব কিভাবে প্রয়োগ করছে এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া আপনাকে আপনার সৃজনশীলতার যথাযথ প্রয়োগ করতে হবে যার ফলে আপনি একজন সফল কন্টেন্ট রাইটার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন। কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রগুলো খুঁজে বের করা কোন কোন শব্দ গুলো ব্যবহার করলে লেখাটি সামনের সারিতে আনা যায় সেগুলো আপনাকে আয়ত্ত করতে হবে।

Comments