কবিতা নতুন ঠিকানা
নতুন ঠিকানা
-শুভ জিত দত্ত
আমার ভেতরের ক্ষয়ে যাওয়া মানুষটা ,এখন নতুন করে বাঁচতে শেখে।
ঘৃণার প্রাচীর আজ পাহাড় সমতুল্য , সেখানে আজ প্রতিনিয়ত নতুন তৃণ গাজায়।
যেই আঘাতে আমাকে জর্জরিত করেছিলে , সেই আঘাত আমাকে বাঁচতে শেখায়।
যে কষ্টগুলো আমাকে খুব সযত্নে উপহার দিয়েছিলে, তারাই আমাকে নতুন পথ দেখায়।
আমি এখন ঘুরে দাঁড়াতে শিখেছি , নির্ভরতার গ্লানি আমি কাটিয়ে উঠেছি।
আমাকে আর এতটা সহজে আঘাত দেওয়া যায় না, এখন আমি তাই দিব্যি সুখের পেছনে দৌড়ায়।
সুখকে আলিঙ্গন করে আমি, নিজের নতুন জগৎ তৈরি করতে শিখেছি।
আমি এতটা সহজে ভেঙে পরি না ,বার বার চোখের জল ফেলতে যাই না।
একটা ভালো মানুষের সন্ধান এখনো করে যায়, যে হয়তো তোমার মত কষ্ট দিয়ে ছেড়ে যাবে না।
No comments:
Post a Comment