"তোমার কথায়"
-শুভ জিত দত্ত
তুমি বললে আমি হারিয়ে
যাবো দূর অজানার দেশে
যেখান থেকে বলবে তুমি
সেখান থেকে করব শুরু
কথার মাঝে হারিয়ে যাব
যদি বলতে শুরু করো
মুখের দিকে থাকবো চেয়ে
দেখবো ঠোঁটের আঁকিবুঁকি
নিশ্চুপ হয়ে শুনবো কথা
যদি আমায় থামিয়ে দাও
হঠাৎ কখন হারিয়ে যাবো
তোমার কথা শোনার মাঝে
চেয়ে থাকবো অবাক হয়ে
কথার ফাঁকে হাসির মাঝে
দেখবে তুমি আমি কেমন
উদাস হয়ে চেয়ে আছি।
No comments:
Post a Comment